Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাটবাজার

কুমার নদীর পাড়ে অবস্থিত, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের একমাত্র হাট ও বাজার- ছাগলদীর হাট।

     যেখানে সকাল থেকে ভীড় করে, ভোজন রসিক জনেরা। প্রতিদিন সকালে বসে এই বাজার। বাজারে আশে কুমার নদীর আইড়, বোয়াল, রুই, কাতলা, আরো পাওয়া যায় মহিষ খোলা বিল, পচাখোলার বিল, ফটিকের বিল, আরো খুদুড়িয়ার বিল সহ খাল, পুকুর থেকে কৈ, শিং, মাগুর, শোল, গজার, টাকি, পাবদা, মেনি, বাইম, খলষা, চিংড়ি, বাজারি, ট্যাংরা, মলাঢেলাসহ নানা প্রজাতির মাছ।

     আরো পাওয়া যায়- গরুর খাঁটী দুধ, টাটকা সবজি, লাল শাক, পুই শাক, পালং শাক, কলমি শাক, ডাটা শাক, কুমড়া শাক, ডাটা, নোটে, কুমড়ো, লাউ, সিম, বাঁধা কপি, ফুল কপি, শালগম, মুলা, গাজর, শশা, টমেটো, আলু, করলস্না, পটল আরো পাওয়া যায় সজনে ডাটা- কাচা মরিচ, ধনিয়া পাতা।

     সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবারে হাট বসে। কতইনা  ভীড় জমে- হাঁস, মুরগী আর কবুতরের বাজারে।