কোদালিয়া শহীদনগর ইউনিয়ন
যার উত্তরে- আছে কুমার নদী বেষ্টিত উপজেলার সর্ববৃহৎ সবুজ শ্যামলীময় ঘেরা গ্রাম- ‘ছাগলদী’।
পশ্চিমে-বিল কাজুলীর পাড় ঘেষে, পাখিদের কলকালিতে মুখোরিত গ্রাম- ‘পূর্ব কাজুলী’।
দক্ষিনে- সেই ঐতিহাসিক ঘোড়া মারার বিল, যেখানে পাকিস্থান হানাদার বাহিনীর ২১ (একুশ) জন দূর্ধর্ষ পাকসেনা-যাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে পরপারে পাঠানো হয়- সেই গ্রাম ‘পাইককান্দি’।
পূর্বে- অথৈ জলে ভেসে থাকে, লাখো লাখো পাঁপড়ি মেলে, ‘জাতীয় ফুল শাপলা’। বর্ষায় মনে হবে, হাজারো পরী নৃত্য করে, জলেরপরে, তারই পাড়ে, আংশিক পৌর এলাকার সীমানা ঘেষে- সবুজ শ্যামলীময় ঘেরা, সারি সারি, সুন্দর সুন্দর- ইমারত সন্নিবেশিত গ্রাম- ‘ভাজনকান্দা’
(ঝ) ছোট পাইককান্দি, (ঞ) ঈশ্বরদী, (ট) কোদালিয়া (ঠ) মাঠ বালিয়া এবং (ঢ) ভাজনকান্দা।
উপজেলা হইতে দূরত্ব : ৩ (তিন) কি:মি:।
আয়তন:- ১৪.৯২ বর্গ কিলোমিটার।
সীমানা: উত্তরে- নগরকান্দা পৌরসভা, দক্ষিণে- চরযোশরদী ইউপি
পশ্চিমে- মাঝারদিয়া ইউপি ও পূর্বে- কাইচাইল ইউপি।
মোট জনসংখ্যা:- ১৩৬৭৪ জন। (২০০৯ সালের আদমশুমারী অনুযায়ী)।
(পুরষ- ৬৯৩৬ জন, মহিলা- ৬৭৩৮ জন)।
মোট ভোটার সংখ্যা: ৯০১০ জন।
মোট জমির পরিমাণ: ১৪৯২.৩০ হেক্টর।
প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ৫ টি,রেজি: প্রা: বিদ্যালয়- ০১ টি।
মাদ্রাসা সংখ্যা : আলিয়া- ০১টি, কাওমী- ১০ টি।
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ৫২ টি, মন্দির- ০২ টি এবং আশ্রম- ০১ টি, শ্মশানঘাট- ০৩ টি।
শিক্ষার হার : ৪০.২৬ %
হাট-বাজারের সংখ্যা : ০১ টি (ছাগলদী)।
সাইক্লোন সেন্টার : ০২ টি।
মৌজার সংখ্যা ও নাম: মৌজা মোট- ০৯ টি। যথা- ১৫০ নং ছাগলদী, ১৫১ নং খুদুড়িয়া, ১৫২ নং
আটকাহনিয়া, ১৯৩ নং কোদালিয়া, ১৯৪ নং শেখরকান্দি, ১৯৫ নং দেলবাড়িয়া, ১৯৬ নং পূর্ব কাজুলী,
১৯৮ নং বড় পাইককান্দি এবং ২১০ নং ঈশ্বরদী।
গ্রামের সংখ্যা ও নাম: মোট গ্রাম- ১৩ টি। (ক) ছাগলদী, (খ) চর ছাগলদী (গ) খুদু শেখরকান্দি ড়িয়া,
(ঘ) আটকাহনিয়া, (ঙ) পূর্ব কাজুলী (চ) দেলবাড়িয়া (ছ) বড় পাইককান্দি (জ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস